পোরশায় গরুসহ দুই চোর আটক-দেশবাংলা খবর২৪
পোরশা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁরঃ
পোরশায় গরুসহ দুই চোরকে আটক করেছে পোরশা থানা পুলিশ ।জানা গেছে বুধবার দিবাগত রাতে পোরশা তুড়ি পাড়া গ্রামের সন্তোষ তিগ্যার স্ত্রীর প্রতি মালিন্দা প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে গরু টি সন্ধ্যার পর বেঁধে রাখে পর দিন সকালে গরুটি দেখতে না পেয়ে পোরশা থানায় বাদী হয়ে বৃহস্পতিবারে একটি মামলা করে। এস আই সোহাইল রানাসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার ভোর সাড়ে ৫টায় অভিযান চালিয়ে উপজেলার তুড়ি পাড়ার পাথার থেকে গরুসহ দুজনকে আটক করে।আটককৃতরা হলেন, পোরশা উপজেলার বি প্রভাগ গ্রামের লাল মোহাম্মদ এর ছেলে রেজাউল করিম (৩৫) ও নিয়ামতপুর থানার বাজিনা পুকুর গ্রামের আলেফ এর ছেলে শরিফুল ইসলাম (২৪)
এ ঘটনায় আটককৃত আসামীদেরকে শুক্রবারে সকালে নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
No comments