সাপাহারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সাপাহারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
স্টাফ রিপোর্টারঃ
সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারে যথাযোগ্য মর্যাদায় "মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মাতৃভাষার জন্য আত্মদানকারী সকল বীর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়য়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী। এসময় বীর মুক্তিযোদ্ধাগন, থানা পুলিশ প্রশাসন,রাজনৈতিক নের্তৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
No comments