শাজাহানপুরে বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি।
শাজাহানপুরে বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি।
মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের বাঁশকুটা গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে কীটনাশক ব্যবসায়ী ফারুক আহমেদ ওরফে দুদুর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে দুদুর বাড়ির দক্ষিণ দুয়ারী মাটির ঘরের দরজা খুলে চোরেরা ঘরে ঢুকে তার ১৫৫ সিসি কালো রঙ্গের জিক্সার মোটরসাইকেল, স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোন এবং ৬০ হাজার টাকা নিয়ে গেছে । অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই সাম্মাক হোসেন জানিয়েছেন, খোয়া যাওয়া মালামাল উদ্ধার এবং চুরির সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
No comments