বছরে তিনবার জেলার শ্রেষ্ঠ ওসি হলেন লৌহজংয়ের আলমগীর হোসাইন
বছরে তিনবার জেলার শ্রেষ্ঠ ওসি হলেন লৌহজংয়ের আলমগীর হোসাইন
শেখ মো.সোহেল রানা মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি ১ বছরে তিনবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হলেন।সোমবার সকালে জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার আবদুল মোমেন পিপিএম-এর সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে পুরষ্কৃত করেন।
মুন্সীগঞ্জ সদরের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলামের সঞ্চালনায় পুলিশ সুপার (পিবিআই) আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. আফজাল মাহফুজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল হক, সহকারী পুলিশ সুপার মো. রায়হান সরকারসহ মুন্সীগঞ্জ জেলার সকল থানার অফিসার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন এ বছর এ নিয়ে ৩ বার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নিবার্চিত হলেন। এর আগেও তিনি জেলার বিভিন্ন থানায় দায়িত্ব পালনকালে বহুবার শ্রেষ্ঠ ওসি হিসেবে নিবার্চিত হন।
এদিকে জেলার শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে নির্বাচিত হন লৌহজং থানার এসআই মো. আজহারুল ইসলাম। পরে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
No comments