গাইবান্ধায় রাস্তা ধসে ইট বাহী ভটভটি খাদে।
গাইবান্ধায় রাস্তা ধসে ইট বাহী ভটভটি খাদে।
মোঃ শোয়েব আকতার গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় শাহীন লেক পার্ক সংলগ্ন পাকারাস্তা ধসের ঘটনায় একটি ইটবাহী ভটভটি উল্টে খাদে পড়ে এতে ভটভটির ড্রাইভার ও তার হেল্পার সামান্য আহত হয়েছেন এবং ভটভটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
স্থানীয়রা জানান যে বিগত কয়েক বছরের বন্যায় রাস্তার গুনাগুণ অনেক কমে গেছে যেটি কিনা রাস্তায় ধসের মূল কারণ তার ফলে এই দূর্ঘটনা ঘটে।স্থানীয়রা আরো জানান যে খুব দ্রুত এই রাস্তা মেরামত না করলে জনগণ এর যাতায়াত ব্যবস্থা ব্যাহত হতে পারে তাই খুব দ্রুত এটি সংস্কারের প্রয়োজন এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সকলে ।
No comments