ধর্ষণ মামলার আসামি জামিনে এসে বাদী ও সাক্ষীকে প্রাণনাশের হুমকি।।
ধর্ষণ মামলার আসামি জামিনে এসে বাদী ও সাক্ষীকে প্রাণনাশের হুমকি।।
প্রতিনিধি খান আরিফ:
ঝালকাঠি সদর থানায় বিগত ০১/০৭/১৯ ইং তারিখে শিশু ধর্ষণ মামলা রেকর্ড করা হয় যাহার মামলা নাম্বার ২, ধারা ৯/(১) চার্জশিট ভুক্ত আসামী কুলাঙ্গার দর্শক সাইফুল ইসলাম হাসিব পিতা ইউনুস হাওলাদার, পলাতক ও সহকারি ২নং আসামি হাসিনা বেগম ওরফে খাদিজা আক্তার স্বামী ইউনুস হাওলাদার ,৩নং আসামি লিমা আক্তার সুমাইয়া স্বামী মোঃ ফেরদৌস সর্ব সং নেছারাবাদ ৬নংওয়াড়
২নং,ও ৩নং আসামি জামিনে এসে বাদি ও সাক্ষীদের হত্যার হুমকি দিয়ে বেড়াচ্ছে ও মিথ্যা মামলা সহ বিভিন্ন রকম হয়রানি করে আসছে। ভুক্তভোগী বাদী জেসমিন আক্তার নুপুর জানায়, ২নং আসামি হাসিনা ওরফে খাদিজা বাদী হয়ে আমিও আমার সাক্ষীর নামে ছিনতাই মামলা সহ বিভিন্ন সময়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয় যে আমার সাক্ষীর হাত-পা ভেঙে দিবে ও আমার মেয়েকে গুম করে দিবে আমার পথ রোধ করে অজ্ঞাত সন্ত্রাসী দিয়ে হুমকি দেয় আমি আমার সাক্ষীদেরকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। অতি দূরত্ব। কুলাঙ্গার দর্শক সাইফুল ইসলাম হাসিবকে। আইনের আওতায় আনা হোক।
No comments