নেত্রকোনায় কবি কামরুজ্জামান চৌধুরী প্রয়াণে নাগরিক স্মরণানুষ্ঠান
নেত্রকোনায় কবি কামরুজ্জামান চৌধুরী প্রয়াণে নাগরিক স্মরণানুষ্ঠান।।
মোঃ রাসেল হাসান, স্টাফ রিপোর্টার।।
নেত্রকোনায় কবি কামরুজ্জামান চৌধুরী প্রয়াণে নাগরিক স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যায় মোক্তারপাড়া বকুলতলায় নেত্রকোনা সাহিত্য সমাজের প্রয়াত সভাপতি কামরুজ্জামান চৌধুরীকে স্মরণ করে তার স্মৃতিচারণ করেন নেত্রকোনার কবি সাহিত্যিক ও সর্বস্তরের নাগরিক সমাজ।
নাগরিক স্মরণানুষ্ঠান আয়োজক কমিটি আয়োজিত সভায় সভাপতি ছিলেন অধ্যাপক মতীন্দ্র সরকার। নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক কাজী মোঃ আব্দুর রহমান, জেলা উদীচী সভাপতি মোস্তাফিজুর রহমান সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
No comments