ঝিনাইদহ মহিষাকুন্ডু দিনে দুপুরে আগুন লেগে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি
ঝিনাইদহ মহিষাকুন্ডু দিনে দুপুরে আগুন লেগে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি
মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ মহিষাকুন্ডু গ্রামের নুর আলী ছেলে আসাদুল জর্দারের পানের বরজে দিনেদুপুরে কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়! আসাদুল জর্দার জানান আমি গরিব মানুষ অনেক কষ্ট করে পরের জমি লিজ নিয়ে একটি পানের বরজ তৈরি করি! আর কিছুদিনের মধ্যেই পান তুলতে পারতাম সেই আশা-ভরসা বুকে বেঁধে আমি অনেক স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্ন আজ আমার ভেঙ্গে গেল!
আমি এখন কি করবো আমি নিজেও জানিনা আসাদুলের স্ত্রী জানান আমি আশা সমিতি থেকে লোন করে এই পানের বরজ তৈরি করেছি আমি খেয়ে না খেয়ে কিস্তি চালিয়ে যাচ্ছি আর আমার স্বপ্ন ছিল এই পানের বরজের পান বিক্রি করে ছেলে মেয়েদের মানুষের মত মানুষ করে গড়ে তুলবো কিন্তু সেটা আর হলো না! তিনি আরো দুঃখ করে বলেন আমার নিজের কোন ঘর- বাড়ি নাই পরের জায়গায় থাকি কে আমাকে এত বড় সর্বনাশ করলো আমি নিজেই বলতে পারছিনা! তাই আপনাদের কাছে আমার দাবি সাংবাদিকের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সঠিক তথ্য সংগ্রহ করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি
No comments