শিশু সুরক্ষা নিশ্চিত করণে নীলফামারী ওয়ার্ল্ড ভিশন এপির দিনব্যাপী কর্মশালা
শিশু সুরক্ষা নিশ্চিত করণে নীলফামারী ওয়ার্ল্ড ভিশন এপির দিনব্যাপী কর্মশালা
সোহাগ ইসলাম স্টাফ রিপোর্টারঃ
অদ্য নীলফামারী এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রশিক্ষণ মিলনায়তনে জনাব আগুষ্টিন মিস্ত্রি প্রোগ্রাম অফিসার ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির সঞ্চালনায় শিশু সুরক্ষা নিশ্চিত করণ ধর্মীয় নেতৃবৃন্দের সাথে (চ্যানেল অফ হোপ) বিষয়ক দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় টুপামারী, খোকশাবাড়ী ও পৌরসভা থেকে ২৫ জন ইমাম,পুরোহিত এবং পালক/পাস্টার অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় শিশুদের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করণ ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিশু কল্যাণে অবদান রাখা যায় তারসুনির্দিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা কর্মশালা শেষে নিজ নিজ প্রতিষ্ঠানের শিশুদের কল্যাণে পরিকল্পনা প্রণয়ন করা হয়।উক্ত কর্মশালায় নীলফামারী ওয়ার্ল্ড ভিশন এপিসি ম্যানেজার স্বপন মণ্ডল শিশুদের কল্যানে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান করেন।উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন চ্যানেল নিউজ টুয়েন্টিফোর এর সাংবাদিক জনাব আব্দুর রশিদ শাহ্।
No comments