আড়ানী পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেয়র মুক্তার আলীর বিজয়!
আড়ানী পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেয়র মুক্তার আলীর বিজয়!
সাজ্জাদ মাহমুদ সুইট, বাঘা প্রতিনিধি, রাজশাহীঃ আড়ানী পৌর নির্বাচনে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার সাহিন রেজা।মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নারিকেল গাছ প্রতীক নিয়ে মেয়র মুক্তার আলী ৫ হাজার ৯০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার সন্ধা ৭ঃ২০ মিঃ এর সময় আড়ানী পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার সাহিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।তার নিকটতম আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতিক নিয়ে শহীদুজ্জামান শাহীদ ভোট পেয়েছেন ৪ হাজার ৩০০। এর আগে সকাল ৮টা থেকে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য,আড়ানী পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪ জন । এর মধ্যে পুরুষ ৬ হাজার ৮৭৮জন এবং নারী ৭হাজার ১০৬জন।এছাড়াও ৯ টি ওয়ার্ডে ২৯ জন সাধারণ কাউন্সিলর ও ১০ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্ধিতা করছেন। আড়ানী পৌরসভায় নয়টি ওয়ার্ডে ৯টি ভোটকেন্দ্রে বুথ ছিল ৪৬টি।
পৌরসভাটির মোট ভোটের মধ্যে ১১৬০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
No comments