শেরপুরে আব্দুর রউফ মিঠু এর নামকরণে খাল-খনন উদ্বোধন ও পরিদর্শন করেন হুইপ আতিক
শেরপুরে আব্দুর রউফ মিঠু এর নামকরণে খাল-খনন উদ্বোধন ও পরিদর্শন করেন হুইপ আতিক
কাকন সরকার, শেরপুর জেলা প্রতিনিধিঃ ৭নং ভাতশালা ইউনিয়নের তিলকান্দি গ্রামে মরহুম আব্দুর রউফ মিঠু এর নামকরণে খাল-খনন উদ্বোধন ও পরিদর্শন করেন - মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি মহোদয়, এসময় আরও উপস্থিত ছিলেন -ভাতশালা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান নাজমুন নাহার।
উপস্থিত ছিলেন হুইপ মহোদয়ের বড় কন্যা,গরিবের ডাক্তার শারমিন রহমান অমি এবং ছোট কন্যা সাদিয়া রহমান অপি।
এ ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ, তাঁতীলীগ ও বিভিন্ন সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেন প্রয়ায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে এই খাল খননের কাজ আমার নিজ উদ্যোগে শুরু করি।
No comments