আবাহনীর সহকারীকোচ ও ফুটবলারসহ করোনা আক্রান্ত-৭
আবাহনীর সহকারীকোচ ও ফুটবলারসহ করোনা আক্রান্ত-৭
অনলাইন ডেক্সঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর আগে আবাহনীর জন্য দুঃসংবাদ হয়ে এসেছে করোনাভাইরাস। ক্লাবটির সহকারী কোচ ও ৫ ফুটবলারসহ ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। ৭ জনই এখন ক্লাবের তত্ত্বাবধানে আইসোলেশনে আছেন।করোনা আক্রান্ত ৭ জনের মধ্যে ৫ ফুটবলার হচ্ছেন- আল আমিন হাসান আহনাফ, মোহাম্মদ হৃদয়, দীপক রায়, ফয়সাল আহমেদ শীতল ও রুবেল মিয়া। করোনা পজিটিভ সহকারী কোচ জাকারিয়া বাবুও। অন্যজন দলের স্টাফ।১৩ জানুয়ারি শুরু হবে প্রিমিয়ার লিগ। সম্ভবত পরের দিনই আবাহনীর ম্যাচ আছে। লিগ শুরুর ৫ দিন আগে এটা আবাহনীর জন্য খারাপ খবরই। তবে দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু এ নিয়ে চিন্তিত চন। কারণ যে ৫ ফুটবলারের করোনা পজিটিভ হয়েছে, তাদের কেউই ফেডারেশন কাপে ২০ জনের তালিকায় ছিলেন না।
‘ফেডারেশন কাপে নিয়ে দ্বিতীয়বার করোনা পরীক্ষা করানো হয়েছে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের।
No comments