জলঢাকায় প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
জলঢাকায় প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
নুরুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি (নীলফামারী): "মাদককে না বলি,মাদকমুক্ত সমাজ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে বুধবার (০৬- জানুয়ারি) নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
সকালে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও সভাপতিত্ব করেন সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু। জলঢাকা উপজেলা ক্রিকেটার্স কর্তৃক আয়োজিত টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,আব্দুল ওয়াহেদ বাহাদুর (উপজেলা পরিষদ চেয়ারম্যান জলঢাকা , নীলফামারী), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ ও মনোয়ারা বেগম।
উল্লেখ্য যে,উক্ত উদ্বোধনী খেলায় জলঢাকা ক্রিকেট একাডেমি ৫ উইকেট জেডি ইলেভেন ক্লাবকে পরাজিত করে ২য় রাউন্ডে উন্নীত হয়। জেডি ইলেভেন প্রথমে ব্যাট করে ৯ ওভার ২ বলে ১০০ রানে অলআউট হয় জবাবে জলঢাকা ক্রিকেট একাডেমি ৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ী হয়।
No comments