নীলফামারী থানায় ০৬(ছয়) মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
নীলফামারী থানায় ০৬(ছয়) মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ গত১৬ জানুয়ারী ২০২০১ খ্রি: নীলফামারী থানা কর্তৃব এস সি/৪৮৪/১৭(নীলফামারী) সংক্রান্তে ছয় মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামী সুধেন চন্দ্র রায়(৫০), পিতা-হস্বনী চন্দ্র রায়, সাং-দুবাছরি, থানা+জেলা-নীলফামারী কে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
মামলা সংক্রান্তে জানা যায় উক্ত গ্রেফতারকৃত আসামী ২০১৭ সালে অত্র মামলার বাদীর সহিত আসামী অর্থনৈতিক বিষয়াদি নিয়ে আসামী সুধেন চন্দ্র রায়ের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে এন আই অ্যাক্ট এর ১৩৮ ধারায় মামলা রুজু করেন। মামলার বিচারকার্য সমাপ্ত অন্তে বিজ্ঞ আদালত বিবাদীর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।
আদালত কতৃক সাজা প্রদান করার পর আসামী দীর্ঘ সময় বিভিন্ন স্থানে পলাতক থাকে। ইং-১৬ জানুয়ারী ২০২১ তারিখ আসামীকে নীলফামারী থানাধীন রামগঞ্জ এলাকা হইতে গ্রেফতার করা হয়।
No comments