মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাষ্টার প্যারেড এবং ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাষ্টার প্যারেড এবং ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
শেখ মো.সোহেল রানা মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ আজ বুধবার ২৭-০১-২০২১খ্রিঃ তারিখে মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাষ্টার প্যারেড এবং ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্যারেডে সালামী গ্রহণ ও কল্যাণ সভায় সভাপতিত্ব করেন আব্দুল মোমেন পিপিএম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জেলা।কল্যাণ সভার সঞ্চালনায় করেন মোঃ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), মুন্সীগঞ্জ জেলা।পুলিশ সুপার তার বক্তব্যে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্য নির্দেশ বলেন যে, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করা। এছাড়া তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, নারীর প্রতি সহিংসতা ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী গজারিয়া থানা ইনচার্জ মো.রইছ উদ্দিন কে মুন্সীগঞ্জ জেলা শ্রেষ্ঠ থানা ইনচার্জ হিসেবে পুরষ্কার প্রদান করেন। উপস্থিত পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করেন।উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃউদ্দিন মাহফুজ আফজাল , সকল সার্কেল,সকল থানার অফিসার ইনচার্জগণ, আরআই, পুলিশ লাইন্স, মুন্সীগঞ্জ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন। কল্যাণ সভা শেষে জনুয়ারী/২০২১ ইং মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
No comments