বাগমারায় অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান ।
বাগমারায় অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান ।
আবু সাইদ, বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী বাগমারা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে গড়ে ওঠা ড্রাম চিমনি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মনির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মিজানুর রহমান, পরিদর্শক নাসিরুল্লাহ ও বাগমারা উপজেলা সহ কারি কমিশনার ভূমি মাহমুদুল হক । আরো উপস্থিত ছিলেন বাগমারা উপজেলার ফায়ার সার্ভিসের ইনচার্জ জাকির হোসেন। এসময় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মনির হোসেন বলেন, রাজশাহী বাগমারা উপজেলায় ব্যাঙের ছাতার মতো এসব অবৈধ ইটভাটা গড়ে ওঠার কারণে ভবিষ্যৎ প্রজন্ম বড় ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন ক্যান্সার শ্বাসকষ্ট ইত্যাদি। তিনি বলেন এসব ভাটার কারণে পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে , তিনি উপস্থিত সাধারণ মানুষের মধ্যে এসব কথা বলেন ভবিষ্যতে যেন এসব ভাটা গড়ে উঠতে না পারে সে বিষয়ে এলাকাবাসীকে সচেতন হওয়ার জন্য উপদেশ প্রদান করেন।
No comments