লোহাগড়াতে ১৯১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব।
লোহাগড়াতে ১৯১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব।
মো:আজিজুর বিশ্বাস, ষ্টাফ রিপোর্টার নড়াইল প্রতিনিধিঃ র্যাব-৬(স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, নড়াইল জেলার লোহাগড়া থানাধীন গোপীনাথপুর গ্রামস্থ্য নবগঙ্গা নদীর উপর অবস্থিত সিএমবি ব্রিজ এর দক্ষিণ পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।
এরুপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ২২ ডিসেম্বর ২০২০ খ্রিঃ ১৬.৫০ ঘটিকায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ সবুজ মিয়া(২২), পিতা-মোঃ লিয়াকত মিয়া, মাতা-মোছাঃ তহমিনা, সাং-পারমল্লিকপুর, থানা-লোহাগড়া, জেলা-নড়াইলকে ১৯১ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নড়াইল জেলার লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
No comments