বগুড়ার করোনা, ৯৫ টি নমুনায় শনাক্ত ২৩
বগুড়ার করোনা, ৯৫ টি নমুনায় শনাক্ত ২৩
উৎপল কুমার, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৯৫ টি নমুনা পরীক্ষায় ২৩ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। আক্রান্তের হার ২৪. ২১ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছে ১৪ জন। তবে নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন সংক্রমিত ২৩ জনের মধ্য জেলা সদরের বাসিন্দা ২২ এবং আদমদিঘী উপজেলার এক জন।
শনিবার ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, ২৫ ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ৯৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪ টির নমুনায় ২২ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১ টির নমুনায় ১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
জেলায় এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৯ হাজার ৫১৫ জন এবং সুস্থতার সংখ্যা ৮ হাজার ৬৬৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে মৃত্যু না হওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২২২ জনে অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন অবস্থায় আছেন ৬৩৫ জন।
No comments