বগুড়া ডিবির অভিযানে গাঁজা উদ্ধার গ্রেফতার-২
বগুড়া ডিবির অভিযানে গাঁজা উদ্ধার গ্রেফতার-২
উৎপল কুমার মোহন্ত,বগুড়া প্রতিনিধি:
বগুড়া ডিবির টিম ২৮ ডিসেম্বর অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আব্দুল করিম ও জহুরুল ইসলাম কে ৮০০ গ্রাম গাঁজা সহ আটক করেছে।
উৎপল কুমার বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ওসি, ডিবি, বগুড়া আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে টিম ডিবি মাদক বিরোধী অভিযানে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বগুড়া ডিবির টিম ২৮ তারিখ বগুড়া জেলার গাবতলী থানার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আব্দুল করিম (৩৫), পিতা- জহুরুল ইসলাম, সাং-বড়চান্দাই, থানা-শাজাহানপুর, এফাজ উদ্দিন পাইকার ওরফে এপাস(৩৫), পিতা-চাঁন মিয়া পাইকার, সাং-নিজগ্রাম, জেলা- বগুড়াদ্বয়কে আটক করে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেলার গাবতলী থানায় নিয়মিত মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। বগুড়া জেলার মাদক, জঙ্গিবাদ সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দেওয়ার জন্য তিনি বগুড়া বাসির সার্বিক সহযোগীতা কামনা করেন।
No comments